January 4, 2014

ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বার্ষিক আয় বাড়লেও কমেছে অস্থাবর সম্পদ। নির্বাচন কমিশনে দেয়া হলফনামা থেকে জানা যায়, ২০০৮ সালে তার অস্থাবর সম্পদ কমেছে কিন্তু বেড়েছে বার্ষিক আয়। ২০০৮ সালে বার্ষিক আয় ছিল ১৭ লাখ ৫৩ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৩ লাখ ২৬ হাজার টাকা। ২০০৮ সালে তার অস্থাবর সম্পদের মধ্যে হাতে নগদ ও ব্যাংক জমা দেখানো হয়েছিল ৫০ লাখ ৪৬ হাজার টাকা। এবার তা কমে ৩৬ লাখ ৪৯ হাজার টাকা হয়েছে। স্ত্রীর নামে ২০০৮ সালে ব্যাংক ও হাতে নগদ ছিল মোট ৪ লাখ ৪৮ হাজার ৩৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৯৪৫ টাকা। তার মধ্যে হাতে ৬ কোটি টাকা। তবে স্ত্রীর স্থাবর সম্পদ গত পাঁচ বছরে কমেছে। এবার তার স্থাবর সম্পদ দেখানো হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকার। ২০০৮ সালে এটি ছিল ৯৪ লাখ ৭৮ হাজার টাকা সমপরিমাণের। তবে মোশাররফ হোসেনের নিজের স্থাবর সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে। এবার এক কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকার স্থাবর সম্পদ দেখানো হয়। পাঁচ বছর আগে এটি ছিল ৩০ হাজার ৫০০ টাকা।

0 মন্তব্য(গুলি):

Post a Comment