January 4, 2014

আবু জাহির
হবিগঞ্জ-৩ 
আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির মহাজোট সরকারের পাঁচ বছরে স্বপরিবারে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। আবু জাহির এমপি হিসেবে আনুতোষিক ও ভাতাদি, শেয়ারবাজার, বাড়ি দোকান ভাড়া বাবদ বছরে আয় করেন ১৮ লাখ ১৩ হাজার ৫৩৮ টাকা। তার স্ত্রী ব্যবসায় খাত থেকে আয় করেন চার লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা এবং ছেলের ব্যবসার খাত থেকে আয় হয় বছরে ২০ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা যায়, ২০০৮ সালে আবু জাহির, তার স্ত্রী ও ছেলের সম্পদ ছিল ৫৮ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকার। পাঁচ বছর পর ২০১৩ সালে তাদের সম্পদ দুই কোটি ৯২ লাখ ৪২ হাজার ৭৬৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ৪৪৫ টাকা। এর মধ্যে আবু জাহিরের নিজের নামে এক কোটি ৫৪ লাখ ১ হাজার ৬৮ টাকা, স্ত্রীর ৭৭ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা এবং ছেলে ও পরিবারের নির্ভরশীলদের সম্পত্তির পরিমাণ এক কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে জাহিরের নগদ অর্থের পরিমাণ ছিল ১২ লাখ ৮৫ হাজার টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার টাকায়। ২০০৮ সালে তার স্ত্রীর নামে নগদ অর্থ ছিল দুই লাখ ৩৬ হাজার টাকা, এখন তার স্ত্রীর নগদ ও ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ১০ লাখ ৮৬ হাজার টাকা। একই সময়ে ২০১৩ সালে আবু জাহিরের নির্ভরশীলদের নামে নগদ ও ব্যাংক জমা রয়েছে ৭৯ লাখ ৪০ হাজার টাকা। ২০০৮ সালে তার বীমা ও সঞ্চয়পত্রে বিনিয়োগ ছিল তিন লাখ ৭৩ হাজার টাকা। ২০১৩ সালে এখাতসহ স্থায়ী আমানত, ডিপিএস খাতে বিনিয়োগ দাঁড়ায় ১৩ লাখ ৫৭ হাজার টাকা। ২০০৮ সালে স্ত্রীর নামে বীমা ও সঞ্চয়পত্রে বিনিয়োগ যেখানে ছিল ৮৪ হাজার টাকা সেখানে ২০১৩ সালে বন্ড, ঋণপত্র, শেয়ার, হসপিটাল ব্যবসায় তিনি বিনিয়োগ দেখিয়েছেন ৪০ লাখ ৯২ হাজার টাকা। এমপি হওয়ার পরে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য অ্যাডভোকেট আবু জাহির ক্রয় করেছেন ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের পাজেরো জিপ।

0 মন্তব্য(গুলি):

Post a Comment