January 4, 2014

আবদুস শহীদ 
আওয়ামী লীগের আইনপ্রণেতা ও জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ ও তার স্ত্রী গত ৫ বছরে ৩০০ ভাগ সম্পদ বাড়িয়েছেন। মহাজোট ক্ষমতায় আসার আগে এ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৮৬ লাখ ৮৫ হাজার টাকা। আর এখন তাদের সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৩ লাখ টাকা। ২০০৮ সালে দেয়া হলফনামা থেকে জানা যায়, ওই সময় তার বার্ষিক আয় ছিল ২ লাখ ৫৯ হাজার। এর মধ্যে গ্লোবাল লিংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ১ লাখ ৭৪ হাজার টাকা। ওই সময় তার অস্থাবর সম্পদ ছিল নগদ ১১ লাখ ৮৬ হাজার টাকা। শেয়ারে ২ লাখ ৮৯ হাজার টাকা। ২ টা মোটরগাড়ি যার মূল্য ৫০ লাখ ২ হাজার টাকা। এছাড়া ২৫ ভরি স্বর্ণ ছিল ৭৫ হাজার টাকা। সে সময় স্ত্রীর নামে কোন অস্থাবর সম্পদ ছিল না। স্থাবর সম্পদের মধ্যে রাজউকে ৫ কাঠা জমি ও ৭ দশমিক ৭ একর অকৃষি জমি। ২০১৩ সালে দেয়া হলফনামা থেকে জানা যায়, বর্তমানে তার বার্ষিক আয় ৪৯ লাখ ২৪ হাজার টাকা। যা পাঁচ বছরে ২ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে তিনি ব্যবসা থেকে ৩৮ লাখ টাকা বার্ষিক আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ কোটি ২০ লাখ টাকা, ব্যাংকে ২৪ লাখ ৭৩ হাজার ২০৬, শেয়ারে ১ কোটি ১২ লাখ ৮০ হাজার ৫০০, স্থায়ী আমানত ২ লাখ, একটি গাড়ি মূল্য ৫৮ লাখ ৮০ হাজার ৩০০। স্বর্ণ ২৫ ভরি ৭৫ হাজার টাকা। তার নামে বৈদেশিক দান রয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা। স্ত্রীর নামে নগদ ৪ লাখ টাকা। শেয়ারে ১ লাখ ৩৬ হাজার ২৬৮ টাকা। ১০০ ভরি স্বর্ণ যার মূল্য জানা নেই বলে উল্লেখ করেছেন। অথচ ২০০৮ সালে তার স্ত্রীর নামে কোন স্বর্ণ উল্লেখ করেননি। তার উপর নির্ভরশীলের নামে রয়েছে ৪ লাখ টাকা।

0 মন্তব্য(গুলি):

Post a Comment