January 4, 2014


আ ফ ম রুহুল হক 
মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী পাঁচ বছরে সম্পদ বৃদ্ধি করেছেন ৭৮২ ভাগ। আয় অপরিবর্তিত দেখিয়েছেন মন্ত্রী। নির্বাচন কমিশনে দেয়া হলফনামা থেকে জানা যায়, ওই সময় তার স্ত্রীর অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ছিল ৯৫ লাখ হাজার টাকা। এখন তার স্ত্রীর অস্থাবর সম্পদ আট কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৯৯ টাকা। পাঁচ বছরে তার স্ত্রীর সম্পদ বেড়েছে ৭৮২ শতাংশ। তবে এই সময়ে মন্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১১০ ভাগ বেড়েছে। ২০০৮ সালে তার অস্থাবর সম্পদ ছিল তিন কোটি ৬৯ লাখ ২০ হাজার ৬৮৪ টাকার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি, ৭৭ লাখ, ৭২ হাজার ৩৮৫ টাকা। ২০০৮ ও ২০১৩ সালের হলফনামা থেকে দেখা যায় পাঁচ বছরের ব্যবধানে রুহুল হকের চেয়ে তার স্ত্রীই বেশি সম্পদের মালিক। স্ত্রীর কাছ থেকে তিনি ১ কোটি টাকা ঋণ নিয়েছেন। ২০০৮ সালের তুলনায় তার বাৎসরিক আয়ও বেড়েছে প্রায় ১৫ লাখ টাকা। ২০০৮ সালে তার বাৎসরিক আয় ছিল ৫৫ লাখ টাকা। ২০১৩ সালে তার আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখ টাকা। নবম সংসদ নির্বাচনের সময় তার শেয়ার থেকে আয় ছিল না। তবে স্থায়ী আমানত থেকে সুদ পেতেন ১৬ লাখ পাঁচ হাজার টাকা। ওই সময় বন্ডে তার এক কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ ছিল। এবারের হলফনামায় উল্লেখ করেছেন যে, শেয়ার থেকে তার বছরে আয় ৩৪ লাখ ২০ হাজার টাকা। আর এখাতে বিনিয়োগ আছে দুই কোটি ৮০ লাখ টাকা এবং বন্ড ও ডিপিএসে দুই কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকে তার স্ত্রীর নামেই রয়েছে সাত কোটি ৫৩ লাখ টাকা। তিনি নিজে বছরে কৃষি খাত থেকে ৫৫ হাজার টাকা, বিভিন্ন খাতের ভাড়া থেকে ৬ দশমিক ৭৫ লাখ টাকা, ব্যবসায় থেকে ২২ দশমিক ২৩ লাখ টাকা এবং এমপি হিসেবে ছয় লাখ ৩৭ হাজার ২০০ টাকা আয় করেছেন।

0 মন্তব্য(গুলি):

Post a Comment